এইমাত্র
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
  • ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল
  • নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব
  • গোপন গ্রুপের শামীমা তুষ্টি বললেন, গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে
  • মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
  • আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
  • নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা করল ছেলে
  • নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
  • আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন ফাস্টফুডের দোকান
  • কুমিল্লার দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
  • আজ রবিবার, ২৩ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪
    রাজধানী

    সাতসকালের বৃষ্টিতে ডুবে গেছে সড়ক-অলিগলি, ভোগান্তিতে রাজধানীবাসী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

    সাতসকালের বৃষ্টিতে ডুবে গেছে সড়ক-অলিগলি, ভোগান্তিতে রাজধানীবাসী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
    ছবি: ইয়ামূল আশুরা বৃষ্টি

    গত কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী ঢাকায় আজ ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে স্বস্তি আসলেও দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বৃষ্টিতে রাজধানীর সড়ক-অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তেজগাঁ এলাকায় ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছ।

    মঙ্গলবার ৩ আগস্ট ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। এতে রাজধানীর আজিমপুর, পলাশি, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, খিলক্ষেত, বারিধারা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, গুলশান, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় জলাবন্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীর মানুষ। সকালে রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। স্কুল, কলেজ , অফিসে যেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

    অন্যদিকে, রাজধানীর তেজগাঁও এলাকায় ইম্পালস হাসপাতাল সংলগ্ন রাস্তায় বৃষ্টি ও ঝড় বাতাসে ধসে পড়েছে শতবর্ষী বিরাট একটি গাছ। এতে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

    এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা তেমন বাড়েনি। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষজনই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি সমস্যায় পড়েছেন অফিসগামী মানুষজন। তবে অনেকেই জানালেন, বৃষ্টির কারণে আজ সমস্যায় পড়তে হতে পারে এমন ধারণা থেকে নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছেন তারা।


    হাউজবিল্ডিং এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ আব্দুর রশিদ বলেন, ভোর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য ধারণা করছিলাম যানজট তৈরি হতে পারে। তাই আগেভাগেই অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। এখন দেখছি গণপরিবহন একেবারেই কম।

    আবার দীর্ঘ সময় পরপর গাড়ি আসলেও সবগুলোতেই প্রচণ্ড ভিড়ের কারণে ওঠা যাচ্ছে না বলে জানালেন চাকরিজীবী রাবেয়া বসরী। তিনি বলেন, গাড়ি অনেকক্ষণ পরপর আসছে। কিন্তু মহিলারা কেউ উঠতে পারছি না। কারণ সবগুলো আগে থেকেই যাত্রী ভরে আসছে।

    রাজধানীতে গতকাল সোমবার থেকেই আকাশ ছিল মেঘলা। দিনের বেলায় রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়। রাতে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। তবে আজ ভোর পাঁচটার পর শুরু হয় ঝুম বৃষ্টি। পরে থেমে থেমে বৃষ্টি চলে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকাল নয়টার পর সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

    গত আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…