এইমাত্র
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা
  • ৬টি কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে: উপদেষ্টা রিজওয়ানা
  • বিপিএলে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার চাচাতো ভাইকে হত্যা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম

    প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার চাচাতো ভাইকে হত্যা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম
    ফাইল ছবি

    কক্সবাজারের মহেশখালীতে নুরুল নবী (২০) নামের এক যুবক খুন হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের দাবি, রাতে দেখা করতে বাধা দেওয়ায় প্রেমিকের শাবলের আঘাতে প্রেমিকার চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

    নিহত যুবক একই এলাকার ফরিদ আলমের ছেলে। আহতরা হলেন- কালা বাশি, সাইফুল, ফরিদ, ইবরাহীম, মুকসুদ, নুর, তারেক।

    এলাকাবাসী জানায়, গতকাল রাতে একই ইউনিয়নের সিপাহী পাড়ার ফরিদ মিয়ার ছেলে সাগর প্রেমিকার সঙ্গে দেখা করতে মাইজপাড়া গ্রামে যান। সেখানে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে ধাওয়া করেন। পরে স্থানীয় বাসিন্দারা মেয়ের চাচা ফরিদুল আলমকে বিষয়টি জানান। এরপর ফরিদুল মোবাইলে ছেলের বাবা ও স্বজনদের খবর দেন। তারা এলে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে সাগরকে ছেড়ে দেন প্রেমিকার স্বজনরা।

    এদিকে ঘটনা জানাজানি হলে রাগে ফরিদ মিয়া ও তার ছেলে সাগরের নেতৃত্বে সিপাহী পাড়া ও আর্দশ গ্রাম থেকে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এনে মেয়ের চাচা ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা নুরুনবী, কালা বাশি, সাইফুল, ফরিদ, ইবরাহীম, মুকসুদ, নুর, তারেকসহ আরও কয়েকজনকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নুরুনবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, শফি আলমের মেয়ে ও সিপাহি পাড়ার সাগর নামে এক যুবক রাতে দেখা করতে আসলে তাদের স্থানীয়রা ধরে ফেলে। এর জেরে ছেলে, ছেলের বাবা ও স্বজনরা এসে হামলা চালিয়েছে শুনেছি। এ ঘটনা নুরুনবী নামে একজন নিহত ও আর কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।

    মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…