নাটোরের সাবেক ডিসি আবু নাছের ভুঁঞা, এসপি তারিকুল ইসলাম, ওসি তদন্ত আবু রায়হান, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ১৩৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং লুটপাটের এজাহার দায়ের করা হয়েছে।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নাটোর সদর থানায় এই এজাহার দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ফরহাদ হোসেনের মা ফাতেমা বেগম। এজাহারে তিনি উল্লেখ করেন গত জুলাই মাসের ১৮ তারিখ দুপুর শোয়া একটার দিকে বৈষম্য বিরোধী ঘাটতিদের অবস্থানকালীন সময়ে ডিসিএসপি এবং সংসদ সদস্যের হুকুমে পুলিশ সদস্য এবং আওয়ামীলীগ ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপরে গুলি বর্ষন করে। এতে ফরহাদ হোসেন সহ আরো কিছু শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে ৪ আগস্ট সাবেক সংসদ সদস্য এর হুকুমে ফরহাদ হোসেনের বাড়িতে গিয়ে আলমারি ভাঙচুর করে ২ লক্ষ টাকা লুট করে। পরিবর্তিত পরিস্থিতি অনুকূলে থাকায় আজ তিনি এই এজাহার দায়ের করেন বলে জানান।
এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এই এজাহার গ্রহণের কথা স্বীকার করেছেন।
এবি