জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে হামলা, হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলির অভিযোগে সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ১৯০ জন ব্যক্তির নামে মামলা দায়ের করেন রিমন হোসেন নামে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী।
৫ সেপ্টেম্বর মামলাটি করা হলেও গতকাল শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।.
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে রিমন হোসেন অন্য শিক্ষার্থীদের সঙ্গে শহরের জেলা আ. লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এসময় আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুর নেতৃত্বে অন্য আসামিরা ছাত্র-আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। সেখানে আব্দুর রহিম নামের এক আসামির গুলিতে রিমন গুলিবিদ্ধ হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি যান। ঘটনার ১ মাস পর জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন গুলিবিদ্ধ শিক্ষার্থী রিমন হোসেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, ইতিমধ্যে গুলিবিদ্ধ শিক্ষার্থী রিমন হোসেনের দায়ের করা মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এআই