ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার এস এম এহসান কবীরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যের শিকার প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বছিলাস্থ অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার নিরসনের জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে জরুরি ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট সরকার পতনের পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশে ১৫০০ ফাজিল ও কামিল মাদরাসার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় স্থবির হয়ে পড়েছে।