এইমাত্র
  • চলে গেলেন ১৯৯০ বিশ্বকাপের নায়ক শিলাচি
  • খা‌লেদা জিয়া‌কে লন্ডনে চিকিৎসার প্রস্তুতি
  • বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ
  • ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল
  • হত্যা মামলায় আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ড
  • বাংলাদেশে ভারতীয় রপ্তানি কমেছে ২৮ শতাংশ
  • চুয়াডাঙ্গায় অধিকমূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করবে বিইআরসি
  • ২৭ দেশে ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট
  • এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা
  • আজ বুধবার, ৩ আশ্বিন, ১৪৩১ | ১৮ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

    রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
    ফাইল ছবি

    হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় গণসমাবেশে গিয়ে রাকিবুল ইসলাম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত রাকিবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার জামতলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গণসমাবেশস্থলের পাশে শহীদ মিনারের পার্শ্ববর্তী দেওয়াল ভেঙে চাপা পড়েন রাকিবুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের ইসলামের নেতা ক্বারী আতাউল হক।

    ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুরের আয়োজনে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। আরও বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির উল্লাহ।

    হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুম্মাপাড়া মাদরাসার মুহতামিম হাফেজ ইদ্রিস আলী।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…