এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ রবিবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২২ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    গুদাম থেকে সরকারি চাল উদ্ধার, চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

    গুদাম থেকে সরকারি চাল উদ্ধার, চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

    জয়পুরহাটে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বরাদ্দের চাল অবৈধভাবে মজুদ করার দায়ে ইউপি চেয়ারম্যান, সচিবসহ ৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে আক্কেলপুর থানায় এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকা থেকে ১২৪টি ৫০ কেজির বস্তায় ৬.২ মেট্রিক টন চাল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ধরা হয়েছে ২ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।

    মামলার আসামীরা হলেন, জেলার তিলকপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মাহামুদ সজল (৫০), ইউপি সচিব সাজেদুল ইসলাম (৪৪), ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু (৫২) ও বাদশা আলম (৫৫), রিতুল দাস (৫০), সাজেদুর রহমান বিপ্লব (৫২), রশিদুল ইসলাম (৪০), রনি (৩৮), আব্দুর রাজ্জাক ওরফে ঝোপেল মোল্লা (৫৫)। এদের মধ্যে রিতুল ও সাজেদুর গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক বলে জানা গেছে।

    মামলা সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে কালো বাজারে বিক্রি করতো তিলকপুর বাজারের ব্যবসায়ী রিতুল দাস ও সাজেদুর রহমান বিপ্লবরা । তারা ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রের মাঝে বিতরনের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল অবৈধ ভাবে মজুদ করত এবং সরকারি বস্তা পাল্টে অসৎ উদ্দেশ্য নিয়ে মাছের ফিডের বস্তায় ৫০ কেজি ওজনের চালের বস্তায় রূপান্তরিত করে অধিক লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে কালো বাজারে বিক্রি/ও পাচার করে আসছিলো।

    আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নয়ন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি চাল অবৈধভাবে মজুদ করে কালো বাজারে বিক্রির দায়ে ইউপি চেয়ারম্যান-সচিবসহ ৯জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…