এইমাত্র
  • জানা গেলো এল ক্লাসিকোর দিনক্ষণ
  • বাংলাদেশের প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিল এডিবি
  • বেনাপোলে ২ কোটি ৩৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক
  • দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস ডিএমপির
  • ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি: ট্রাম্প
  • ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা
  • কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৯
  • মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
  • ‘খালেদা জিয়ার মতো মান্নাকেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে’
  • যশোরের শার্শা-বেনাপোলে চলছে প্রতিমায় রঙের আঁচড়
  • আজ বুধবার, ১০ আশ্বিন, ১৪৩১ | ২৫ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে কালভার্ট ভেঙ্গে পানি চলাচল বন্ধ, পানিবন্দি প্রায় ৫শ’ পরিবার

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

    লক্ষ্মীপুরে কালভার্ট ভেঙ্গে পানি চলাচল বন্ধ, পানিবন্দি প্রায় ৫শ’ পরিবার

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

    লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা এলাকায় কালভার্ট ভেঙ্গে পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে খিলবাইছা ও মাছিমনগর গ্রামের প্রায় ৫'শ পরিবার পানি বন্দি হয়ে রয়েছেন।

    জানা গেছে, চলমান বন্যায় অনেক এলাকার পানি নামলেও এখনো লক্ষ্মীপুরের বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে পানি নামার ব্যবস্থা না থাকায়। এদিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা ও মাছিমনগর গ্রামের পানি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের নিচ দিয়ে পাশ্ববর্তী কোরালিয়া খালে পড়ে। লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের খিলবাইছা এলাকার দুটি কালভার্ট গাড়ির চাপে ভেঙ্গে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ যায়। এতে দীর্ঘ ২মাস ধরে রাস্তার পূর্ব পাশের প্রায় ৫'শ পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। দ্রুত এর নিরসন চায় স্থানীয়রা।

    স্থানীয়দের অভিযোগ, বন্যার সময় এ রোড দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় কালভার্ট দুটি ভেঙে যায়৷ যার ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক বিভাগ কালভার্ট দুটি পাথর ও ইট দিয়ে ভরাট করে। এতে পূর্ব অংশের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খিলবাইছা ও মাছিমনগরের ৫'শ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়া ভেসে যায় মাছের খামার, ফসলাদি। আগামীতে ফসল করা যাবে কিনা তা নিয়েও সন্ধিহান। তাই দ্রুত কালভার্ট দুটি সংস্কারের দাবি তাদের।

    সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি। কালভার্ট সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…