এইমাত্র
  • বাংলাদেশের প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিল এডিবি
  • বেনাপোলে ২ কোটি ৩৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক
  • দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস ডিএমপির
  • ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি: ট্রাম্প
  • ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা
  • কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৯
  • মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
  • ‘খালেদা জিয়ার মতো মান্নাকেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে’
  • যশোরের শার্শা-বেনাপোলে চলছে প্রতিমায় রঙের আঁচড়
  • বেশি দামে ইলিশ বিক্রি করায় ৪২ হাজার টাকা জরিমানা
  • আজ বুধবার, ১০ আশ্বিন, ১৪৩১ | ২৫ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভূঞাপুরে যাত্রীবাহী বাস উল্টে বসতবাড়িতে, নিহত ১

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

    ভূঞাপুরে যাত্রীবাহী বাস উল্টে বসতবাড়িতে, নিহত ১

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

    টাঙ্গাইলের ভুঞাপু‌রে এস এস পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে এক পথচারী বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে প্রায় ১০জন।

    নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) উপজেলার কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মোড়ে ব্যাবসা করতেন।

    বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

    বাস উল্টে ক্ষতিগ্রস্থ হওয়া ঘরে থাকা শার‌মিন আক্তার ব‌লেন, ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। মুহু‌র্তেই ব‌্যাপক শব্দ হয়। ভে‌বে‌ছিলাম ঘ‌রের উপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘ‌রের উপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মানুষজন এসে উদ্ধার ক‌রে। শিশু সন্তানটা দু‌রে ছিল বিধায় দুর্ঘটনা হ‌তে রক্ষা পে‌য়ে‌ছে। এছাড়া অপর পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিল ‌সেই ঘ‌রও ভে‌ঙে সে আহত হ‌য়ে‌ছে।

    কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় নিহত হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখতে যায়। এ সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। এছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের উপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রে। এসময় প্রায় ১০ জন আহত হ‌য়ে‌ছে।

    প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হি দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ি ও ছে‌লের বউ আহত হয়।

    ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ক‌রিম ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়েছে। এছাড়া ক‌য়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…