দিন বদলের সুযোগে পকেট ভারী করতে ব্যস্তদের তওবা করতে বলেছেন, পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, এতো বড় একটা বিপ্লব হলো, কত মানুষ আত্মহুতি দিল, তারপরও কিছু মানুষের স্বভাব পরিবর্তন হল না। একটা দুটো ডেড বডি পড়লে একটা সমাজ বদলে যায়। সমাজ একটা ধাক্কা খায়, হাজারের উপরে আমাদের তাজা প্রাণ ঝরে গেছে। আমরা বোধহয় সংখ্যাটা সত্যিই ভুলে গেছি। যে জুলুম নিপীড়নের বিরুদ্ধে, যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আসছে, এটা কোন একটা রেজিম পরিবর্তন করার জন্য নয়।
শনিবার (২১ ডিসেম্বর) ১১ টা থেকে দিনব্যাপী বাগেরহাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৈষম্য মুক্ত, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজ পরিবর্তন ও বৈষম্যকে পিষে ফেলার জন্য এই আন্দোলন হয়েছে। অমুক আজকে চেয়ারে বসে আছে, উনি চলে যাওয়ার পরে আমি বসবো। আগে উনি চেয়ারে বসে অন্যায় করে সুবিধা নিত, এখন আমি সুবিধা নিব। সেটার জন্য এই আন্দোলন হয়নি। অনেকে মনে হয় ভুল ম্যাসেজ নিচ্ছেন, যারা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন, তারা সাবধান হয়ে যান, তওবা করেন।
যারা মনে করছেন দিন বদল হয়ে গেছে, এখন পকেট ভারী করবো। জঘন্য চিন্তা, এখনও এসব ভুলে যান বলে হুঁশিয়ারি দেন পুলিশের অন্যতম এই শীর্ষ কর্মকর্তা।
ইমাম মুয়াজ্জিনদের চাকরিস্হায়ীকরণ সহ সকল বিষয়ে বৈষম্যের নিরসনে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উপজেলার প্রত্যন্ত এলাকার সাড়ে ৩ হাজার ইমাম হাজির হয়ে ছিলেন।
এইচএ