এইমাত্র
  • তেলবাহী জাহাজে আগুন, নিহত ২
  • কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
  • কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা
  • ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল: শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী গ্রিজমান
  • চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কমিটি গঠন
  • বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে তারেক রহমানের অনুরোধ
  • বিভিন্ন দাবিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
  • পাহাড়ে সংঘাত: গুজব ছড়ানোর নেপথ্যে আওয়ামী সমর্থক ও ভারতীয়রা: ডিসমিসল্যাব
  • পৃথিবীর আকাশে দৃশ্যমান হলো নতুন চাঁদ
  • আজ সোমবার, ১৫ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    গাইবান্ধায় মৃত্যুর ২৫ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

    গাইবান্ধায় মৃত্যুর ২৫ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

    গাইবান্ধার সদর উপজেলায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের ২৫ দিন পর কবর থেকে জান্নাতী বেগম নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

    রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

    এর আগে, গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ঢাকার একটি ভাড়া বাসায় জান্নাতী বেগমের মৃত্যু হয়। পরে স্বামী সোরহাবসহ তার পরিবারের লোকজন গাড়ি ভাড়া করে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে। পরে তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় জান্নাতীর মরদেহ। বলা হয় ডিসের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতির মৃত্যু হয়েছে।

    এ ঘটনার ৭ দিন পর জান্নাতী বেগমের মামা ছকু মিয়া বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর স্বামী সোরহাব হোসেনসহ ৫ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে স্বজনদের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্টে নয়, বিয়ের পর থেকেই জান্নাতীকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করা হতো। তাকে মারপিট করে হত্যার পর বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়টি প্রচার করা হয়।

    জান্নাতী বেগমের (৩০) বাবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। তার বাবার নাম ছালদার মিয়া। দশ বছর আগে বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে সোরহাব হোসেনের সঙ্গে জান্নাতীর বিয়ে হয়। জান্নাতীর ১২ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্ত্রী জান্নাতীকে নিয়ে ঢাকায় থাকতেন তার স্বামী সোরহাব হোসেন।

    মামলার বাদি ছকু মিয়ার অভিযোগ, জান্নাতীর মরদেহ নিয়ে আসার পর গোসল করার সময় গলা, বাম পাজর ও বাম হাতে রক্তাক্ত জখম দেখা যায়। এ সময় উপস্থিত কিছু লোকজনের কাছে সাদা কাগজ স্বাক্ষর নিয়ে জান্নাতীর মরদেহ দাফন করা হয়। মারধর ও নির্যাতনের কারণেই জান্নাতীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. মাসুদ রানা সময়ের কণ্ঠস্বরকে বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে ওই নারীর মরদেহ কবর থেকে তোলা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…