সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মাধ্যমে ৯ বছরের পর পাকিস্তানের মাটিতে পা রাখবেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এবার ১৫ ও ১৬ অক্টোবর এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট (সিএইচজি)-এর বৈঠকের আয়োজক দেশ পাকিস্তান। এ সম্মেলনে আমাদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।’
প্রসঙ্গত, সবশেষ ২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এদিকে দীর্ঘ ৯ বছর পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সম্মেলনের পাশাপাশি কি দুই দেশের আলাদা কোনো বৈঠক হবে? যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি জানান, শুধুমাত্র এসসিও সম্মেলনে যোগ দিতেই পাকিস্তানে যাচ্ছেন জয়শঙ্কর। এসসিও সম্মেলনে যোগ দিতে গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। তবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
কূটনীতিকরা বলছেন, এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বড় বার্তা দিল নয়াদিল্লি। কারণ আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা নেয় এসসিও। সেই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিল, এই সম্মেলনকে যথেষ্ট গুরুত্ব দেয় ভারত।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান ছাড়াও এসসিও-এর সদস্য দেশগুলো হল— চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। গত বছর এসসিও সম্মেলনে নেতৃত্ব দিয়েছিল ভারত। গত বছরের জুলাইয়ে ভার্চুয়ালি এই সম্মেলন হয়েছিল।
২০০৫ সালে পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিওতে যোগ দেয় ভারত। ২০১৭ সালে পূর্ণ সদস্য হয়। একই বছর এসসিওর পূর্ণ সদস্য দেশ হয় পাকিস্তানও।
সূত্র: রযটার্স, এনডিটিভি
এমআর