হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুরে মহাসড়কে অবস্থান করে আইরিশ ফেব্রিকস লিমিটেড একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন।
আজ শনিবার সকালে গাজীপুর নগরের জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।
জানা গেছে, এদিন ১৩ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবিগুলো হলো- নাইট বিল, হাজিরা বোনাস, অভাব টাইমের টাকা বৃদ্ধি, এক ঘণ্টা দেরিতে অফিসে ঢুকলে হাজিরা বোনাস কাটা যাবে না, কোনো শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, গালিগালাজ করা যাবে না।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ১৩ দফা দাবিতে আজও আইরিশ ফেব্রিকসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।