এইমাত্র
  • ফুটবল খেলতে গিয়ে আহত, ৩ দিন পর যুবকের মৃত্যু
  • কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
  • বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব
  • লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
  • যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা'র বিরুদ্ধে
  • ‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
  • কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
  • মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ
  • হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার ওপর হামলা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ০১:৩২ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ০১:৩২ পিএম

    নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার ওপর হামলা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ০১:৩২ পিএম
    ছবি: সংগৃহীত

    যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়ন ছাত্রদলের ২ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে নাভারণ পুরাতন বাজারে এ হামলার ঘটনা ঘটে।

    আহতরা হলেন- নাভারণ বিএনপির সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের ছেলে ছাত্রদল নেতা খায়রুল আলম সোহাগ (২৫) ও একই ইউনিয়নের বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টুর ছেলে ছাত্রদল নেতা মনোয়ার হোসেন সাকিব (২১)।

    অভিযোগ উঠেছে, স্থানীয় রজব বাহিনী এ হামলা চালিয়েছে। এ ঘটনায় রাতেই ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে সাকিবের বাবা হারুন অর রশিদ।

    অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩শ’ বস্তা চাল লুটের ঘটনায় নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু ও রজবসহ ২১ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেই সূত্র ধরে ওইদিন রাত ৮টার দিকে সাকিব ও সোহাগ নাভারণ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পূর্ব থেকে নাভারণ পুরাতন বাজারে ওৎ পেতে থাকা রজব আলী ও তার ছেলে জুয়েল হোসেন, মফিজুর রহমান ও মনিরুলসহ ৫ থেকে ৭ জন দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও রড দিয়ে আচমকা তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

    ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…