মানুষের মানসিকতা পরিবর্তন না হলে কোনো সংস্কারই দেশের জন্য কাজে আসবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নুর বলেন, ‘আজকে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি। কিন্তু মানসিকতা পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজে আসবে না।’
শিক্ষকতাকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করার দাবি জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘বাংলাদেশে গত ৫৩ বছরে শিক্ষকরা মর্যাদা পায়নি। নবম পে স্কেল গঠন করতে হবে। শিক্ষাকে জাতীয়করণ করতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা আশ্বাস দিয়ে নুর বলেন, ‘এই সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার তৈরি করে সংস্কার করতে হবে।’
একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা বিএনপির লোক নয়। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, আবার বুকের রক্ত দিয়ে দেশে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
দেশে একটা ট্রানজেকশন হচ্ছে দাবি করে ফখরুল আরও বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে অর্জিত বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে সে বিষয়গুলো নিশ্চিত করেছে বিদায়ী সরকার। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারি, তবে আবার সব ঢেলে সাজানোর চেষ্টা করব।’
তিনি বলেন, ‘আমাদের শিক্ষকরা ভালোভাবে তার পরিবারকে কাপড় কিনে দিতে পারেন না। আজকে যে দাবি উঠেছে তা অত্যন্ত ন্যায়সঙ্গত যে শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। মূলত আপনাদের সমস্যাগুলো সম্পর্কে আমরা অবহিত। সমাধান করতে চাই।’
এবি