এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    চাল ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে শোকজ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

    চাল ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে শোকজ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

    যশোরের শার্শা উপজেলার ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতার পদ স্থগিত ও শোকজ করা হয়েছে।

    ঘটনার একদিন পর শুক্রবার রাতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    শোকজ পাওয়ারা হলেন- শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য রনি হোসেন এবং ফারুক হোসেন পাটোয়ারি।

    আগামী তিন দিনের মধ্যে ওই ৩ জনকে সশরীরে উপস্থিত হয়ে জেলা কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম বলেন, সম্প্রতি শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতার নামে সংবাদমাধ্যমে চাল ছিনতাইয়ের অভিযোগে খবর প্রকাশ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত ও শোকজ করা হয়েছে।

    বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ব্যবহার করে যদি কেউ সুবিধা নিতে চাইলে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রবিউল ইসলাম।

    বৃহস্পতিবার কয়েকজন নারী বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে তাদের মারপিট করে ২০ বস্তা চাল ছিনতাইয়ের ঘটনা ঘটে।এ ঘটনায় রাতেই ওই ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী তাছলিমা খাতুন থানায় মামলা করেন।

    মামলায় বলা হয়েছে, দুপুরে ভিজিডির চাল নিয়ে তাছলিমাসহ টেংরা উত্তরপাড়ার হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন নারী বাড়ি ফিরছিলেন। পথে নাভারণ-সাতক্ষীরা সড়কে বাগআঁচড়ার ইসমাইল হোসেনের চাতালের সামনে একদল যুবক তাদের চালের বস্তাগুলো ভ্যান থেকে নামিয়ে নেয়। এ সময় তাদের মারধর করা হয়।

    মামলায় ৫ জনের নাম উল্লেখ করাসহ আরো অজ্ঞাত ৪/৫ জন বলা হয়েছে। তারা হলেন-বাগআচড়ার হলপট্রি এলাকার চাতাল মালিক ইসমাইল হোসেনের দুই ছেলে মাসুদ ও রনি, একই এলকার ফয়েজ পাটোয়ারীর ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তহিদ হোসেন এবং সাতমাইল এলাকার সুরত আলীর ছেলে উজ্জ্বল হোসেন।

    এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও থানায় করা অভিযোগে তার নাম উল্লেখ করেননি তাছলিমা খাতুন।

    তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রাকিবুল ইসলাম রিপন বলেন, ঘটনার সঙ্গে আমি জড়িত নই। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হচ্ছে।

    শার্শা থানার ওসি মো. আমির আব্বাস বলেন, চাল ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের নামে থানায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৩ বস্তা চাল। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…