যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির যাত্রা শুরু। নবগঠিত কমিটির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মো. মুহাইমিনুল শেখ।
শুক্রবার (০৪ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জেমস হোসাইন, কোষাধ্যক্ষ মো. নাজমুস সাকিব, সহকারী কোষাধ্যক্ষ মো. ইকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, ইভেন্ট ম্যানেজমেন্ট ইসমাইল হোসেন, জয়েন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট আবরার সাদমান ও সাকিবুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ, সমাজসেবা ও ছাত্র কল্যাণ সম্পাদক আল-ইমরান, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক আহমাদুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক জুবায়ের হক, প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক, তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সম্পাদক আতিকুর রহমান ও নির্বাহী সদস্য মো. আলফি নিরব, আশরাফুল ইসলাম, তকি তাহমিদ, হানিফ আহমেদ।
নবগঠিত ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জোবায়ের হোসেন বলেন, 'উন্নত জাতি গঠনে সুস্থ সংস্কৃতি' এই স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সকল শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান শিক্ষা,সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরা। সর্বোপরি উন্নত বাংলাদেশ গড়তে সুনাগরিক তৈরিতে ভূমিকা রাখাই 'ইসলামিক কালচারাল সোসাইটি যবিপ্রবির লক্ষ্য ও উদ্দেশ্য।
পাশাপাশি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী বিভিন্ন ইসলামিক লার্নিং সেশন, ক্যারিয়ার সেশন, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবো। এই ক্লাব সকল অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, ইচ্ছুক যে কেউ ক্লাবের নিয়ম-কানুন মেনে এই ক্লাবে যোগদান করতে পারবেন।
এআই