সম্প্রতি, ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের উল্টো হামলা করা উচিত। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নর্থ ক্যারোলিনায় আসন্ন মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে প্রশ্ন করা হয় ইরানের বিষয়ে কী ভাবছেন তিনি। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা (সাংবাদিকেরা) তাকে (বাইডেন) জিজ্ঞেস করেন যে ইরানের বিষয়ে কী ভাবছেন আপনি, আপনি কি ইরানে (পারমাণবিক স্থাপনায়) আঘাত হানতে চান? তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত (ইসরায়েলের) পারমাণবিক স্থাপনায় (ইরান) হামলা না চালাচ্ছে। এর মানে আপনি (বাইডেন) হামলা চালাতে চান, তা–ই নয় কি?
এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা যখন তাকে (বাইডেন) এ প্রশ্ন করেছিল, তখন উত্তর হওয়া উচিত ছিল যে আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে।
এবি