সম্প্রতি তমা মির্জার সঙ্গে রায়হান রাফীর সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরে তানজিন তিশার সঙ্গে এই নির্মাতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যে কারণেই নাকি তিশাকে নিয়ে 'ব্ল্যাক মানি' নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেন রাফী। বেছে নেন পূজা চেরীকে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান রাফী নিজেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজটির পরিচালক রায়হান রাফি, প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু এবং প্রধান কলাকুশলীরা। অনুষ্ঠানটিতে তারা সিরিজটির পেছনের গল্প এবং শুটিং-এর প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।
ক্যারিয়ার শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরী পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।
নিজের প্রথম ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি' সম্পর্কে পরিচালক রায়হান রাফি বলেন, "সিরিজটিতে একই সাথে ড্রামা, অ্যাকশন ও কমেডি থাকবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। ইতোমধ্যে প্রি- প্রোডাকশন শেষ হয়েছে। আমরা শুটিং শুরু করতে যাচ্ছি।” তিনি আরও জানান, সিরিজটির প্রতিটি পর্বে থাকবে ভরপুর সাসপেন্স, যা শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসান এবং অন্যান্য শিল্পীরা। তারা তাদের চরিত্র সম্পর্কে আলোচনা করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু বলেন, "এই চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং এবং আমি আশা করি দর্শকরা কাজটি পছন্দ করবেন।" পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বঙ্গ'র হেড অভ কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার।