ইমেজ-সংকটে অভিনেত্রী সোহানা সাবা। ছাত্র-আন্দোলন বিরোধী 'আলো আসবেই' হোয়াটস অ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হওয়ায় তোপের মুখে পড়েছেন তিনি। অভিনয়ে দেখা না গেলেও এসব নিয়ে নেতিবাচক চর্চায় থাকেন এ অভিনেত্রী।
রবিবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা, যুদ্ধ জয়ের গল্পে আগামীর আশা জ্বলা। জানি বাধা আসবে, তবু থামব না কোনোদিন, দেশের জন্য আলো আনবই আমরা, সেই দিন।
পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে সাবার কমেন্টস বক্সে। সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর(!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০জনকে রিপোর্টসহ ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টসবক্স খোলা রাখাটা!