ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে হওয়া ম্যাচে নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইন দাড়ায় ২-১ এ। এ নিয়ে ফুটসাল বিশ্বকাপে দশম আসরের মধ্যে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়ে হেক্সা মিশন সম্পন্ন করল সেলেসাওরা। ফুটসালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় ডি বক্সের ঠিক বাইরে ফাউল আদায় করে নেয় ব্রাজিল। সেখানে স্পট কিকে বল যায় রাইট উইঙ্গার ফেরাওয়ের কাছে, আলতো করে বল ক্রসে ম্যাচের প্রথম গোল আদায় করে নেয় ব্রাজিল।
এর ঠিক পরের মিনিটে সমতার দারুণ একটি সুযোগ পায় আজেন্টিনা। তবে ব্রাজিলের গোলকিপারের দারুণ দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় সেলেসাওরা। বিরতির আগের নবম মিনিটে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। এবার গোল করেন ব্রাজিলের রাফা।
প্রথমার্ধে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলছিল আর্জেন্টিনা। তবে দুটি সুযোগ কাজে লাগালেও গোল শোধে মরিয়া আর্জেন্টিনার কয়েক দফা চেষ্টা পরও ব্রাজিলের গোলরক্ষকের দৃঢ়তায় কোনো বিপদ ছাড়াই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে নেমেও দারুণ কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের ইস্পাতদৃঢ় রক্ষণে কোনোভাবেই চীড় ধরাতে পারেনি আলবিসেলেস্তেরা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা, স্কোরলাইন দাড়ায় ২-১ এ। শেষ পর্যন্ত দলই আর গোল করতে না পারলে ওই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ফুটসালে নিশ্চিত হয় দলটির মিশন হেক্সা।
ব্রাজিল প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনালে উঠেছিল। তার আগে ‘বি’ গ্রুপে থাকা সেলেসাওরা শেষ ষোলোয় কোস্টারিকা, কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং গ্রুপপবে থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও কিউবাকে হারিয়েছিল।
দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে ফ্রান্সকে হারিয়েছে। ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা শেষ ষোলোয় ক্রোয়েশিয়া, কোয়ার্টার ফাইনালে কাজাখস্তান এবং গ্রুপপর্বে ইউক্রেন, আফগানিস্তান ও অ্যাঙ্গোলাকে হারিয়েছিল।
এফএস