ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ভক্তদের সঙ্গে তিনি প্রায়ই বিভিন্ন চিন্তা, অনুভূতি ও জীবনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করেন। রোববার রাতে তমা তার ফেসবুক স্টোরিতে একটি রহস্যময় বার্তা শেয়ার করেন। যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
তমার স্টোরিতে লিখা ছিল, "যে চিটার, সে সবসময়ই চিটার। একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।"
এই নায়িকা ভক্তদের সতর্ক করে আরও লিখেন, "যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবারও বিশ্বাস করে জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটা হবে তোমার ভুল।"
তবে এরপর মজার ছলে তিনি লিখেন, "মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।"
এই স্ট্যাটাসের মাধ্যমে তমা কাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন, তা নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা প্রশ্ন। কেউ কেউ তার ব্যক্তিগত জীবনের পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে আনছেন। সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে তমা স্পষ্ট করে জানিয়েছেন যে, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই।
তবে ঘনিষ্ঠ মহলের মতে, একসময় রাফী ও তমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও এখন সেই সম্পর্কে ভাঙন ধরেছে এবং তাদের মধ্যে আর কোনো ঘনিষ্ঠতা নেই। তমার রহস্যময় স্ট্যাটাস কি সেই ভাঙা সম্পর্কের ইঙ্গিত বহন করে?—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।