বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসিং ড্রাইভার হিসেবে ইতিহাস গড়েছেন কাশফিয়া আরফা। তিনি এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অর্জন করেন।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে অরফা জানিয়েছেন, এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপে মিক্সড-ডাবল ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে ষষ্ঠ স্থান জিতে নিয়েছেন। তিনি তার এই অদম্য যাত্রা অব্যাহত রাখতে চান।
আরফা এফআইএ (ফিয়া) এএসএন জাতীয় রেসিং লাইসেন্সের অধিকারী।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছেন কাশফিয়া আরফা। যেখানে তিনি হ্যান্ডবল টিমেও ছিলেন। বর্তমানে অটোমোবাইল এসোসিয়েশন বাংলাদেশে কাজ করছেন।
এসএফ