দুর্নীতি ও জালিয়াতিসহ নানান অভিযোগে বাগেরহাট সদরের সিরোখালী বেতখালী নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোয়েবুল ইসলাম এর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, অধ্যায়নরত শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষক মশিউর রহমান মোল্লার সভাপতিত্বে এই মানববন্ধনে শিক্ষার্থী, কর্মরত শিক্ষক ও ব্যাপক সংখ্যক এলাকাবাসী অংশ নেয়। তারা অতিসত্বর দুর্নিতীবাজ ও জালিয়াতকারী প্রধান শিক্ষকের অপসারন ও শাস্তি দাবি করে শ্লোগান দিতে থাকে।
প্রধান শিক্ষক সোয়েবুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে টাকা উত্তোলন, চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাত, বিনা রেজুলেশন এ বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি ও নিজের ফার্নিচার তৈরি, সহকারী শিক্ষকদের টিউশন ফি আত্মসাত, বিদ্যালয়ের পুকুর ইজারা দিয়ে আত্মসাত,প্রতিবছরের এস এস সি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করে আত্নসাৎ ,বিদ্যালয়ে গর হাজিরা দিয়েও হাজিরা বইতে স্বাক্ষর করা সহ নানাবিধ দুর্নীতির অভিযোগ করেন মানববন্ধনে থাকা শিক্ষার্থী,শিক্ষক ও এলাকার নেতৃবৃন্দ।
এ বিষয়ে প্রধান শিক্ষক সোয়েবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া গেছে।
এআই