সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। আজ মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন তিনি ছোট বোন শেখ রেহানাসহ ভারতে যান। সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে প্রচার হয়, শেখ হাসিনা সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ভারত ও ইউএই দুই দেশেই সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।’
তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাঁকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে।’
এবি