সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপন উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৩৪ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ভাঙ্গুড়া থানায় উপজেলার ২০টি পূজা মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২০টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন পিসি, ২০ জন এপিসি, ৬৭ জন পুরুষ ও ৪০ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, আনসার ও ভিডিপির সদস্যরা তাঁদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবেন। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, পূজার আগে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। ইতোমধ্যে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মোতায়েন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে শারদীয় দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন করতে পারব।
এইচএ