ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রনালয় সচেতন রয়েছে। এটি কমাতে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ গণসচেতনতার ওপর জোর দিয়ে কাজ চলছে। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর জলাবদ্ধতা কমানোর বিষয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে একথা বলেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকার জলাবদ্ধতা পুরনো সমস্যা। অন্তর্বর্তী সরকারের বয়স মাত্র দুই মাস। ফলে এই সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে এটির সমাধান দেয়া সম্ভব নয়। তবে সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে জলাবদ্ধতা কমানোর চেষ্টা চলছে।
হাসান আরিফ আরও বলেন, জলাবদ্ধতা কমানোর জন্য জনসচেতনতার ওপর জোর দিতে হবে। যত্রতত্র ময়লা, পলিথিন ব্যাগসহ আবর্জনা ফেলায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এগুলো বন্ধে জনগণকে আরও কিভাবে সচেতন করা যায় তা নিয়ে আলোচনা চলছে। এ সময় শিগগিরই এর কিছু সুফল পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসএফ