এইমাত্র
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ
  • সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন
  • সাবেক সচিব ইসমাইল হোসেন বিমানবন্দরে গ্রেপ্তার
  • মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৯৫ কি.মি. দূরে নিম্নচাপ
  • নিম্নচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সরকার পতনের পর লাপাত্তা ল্যাব সহকারী মাসুম

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম

    সরকার পতনের পর লাপাত্তা ল্যাব সহকারী মাসুম

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা এক দফার মোকাবিলা করতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন ছাত্রলীগ নেতা ও ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী এম. লুৎফুর রহমান মাসুম। কিন্তু সরকার পতনের পর থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত তিনি।

    অভিযোগ রয়েছে, ২০২০ সালে গঠিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হয়েছিলেন মাসুম। সেই সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ল্যাব সহকারী পদে চাকরি নিতে সক্ষম হন তিনি। চাকরিতে যোগদানের পরও তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুঙ্গে যখন শিক্ষার্থীরা সরকার পতনের একদফা ঘোষণা করে তখন তিনি এক দফা মোকাবিলা করতে চেয়ে ফেসবুকে পোস্ট করেন।

    খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতনের পর থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী এম. লুৎফুর রহমান মাসুম। বিদ্যালয় খুললেও তিনি কর্মস্থলে অনুপস্থিত। এ বিষয়ে বিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি ছুটির জন্য কোনো আবেদন করেননি।

    এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস বলেন, 'অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। অতি শীঘ্রই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…