সরকার ঘোষিত দুর্গাপূজার ছুটিতে শিল্প-কলকারখানার বিষয় উল্লেখ না থাকায় সারাদেশের সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বীরা ছুটি কাটাতে পারবেন বলে জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সরকার ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সেখানে শিল্প-কলকারখানার কথা বলা হয়নি। এর ফলে আগামীকাল ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে।
তবে পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানায় সনাতন ধর্মাবলম্বীরা উল্লিখিত ছুটি ভোগ করবে পারবেন।
এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।
এইচএ