চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। কখনো বিতর্ক, কখনো রাজনীতি - মাহিকে ঘিরে আলোচনা সবসময়। তবে মাহি চলেন তার নিজের ধাঁচে।
কাজের পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে। নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সাথে। এবার ফেসবুকে এই নায়িকা কাউকে থাপ্পড় মারার হুমকি দেন। আজ সোমবার(০৯ অক্টোবর) রাতে এই নায়িকা তার ফেসবুকে লিখেন, 'আল্লাহ জানে পৃথিবীর কোন চিপায় লুকায় আছো, একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২ টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?'
তবে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন তা জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে মাহিয়া মাহিকে কল করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি এই নায়িকা।
মাহিয়া মাহি 'ভালোবাসার রং' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।