পর্দার সামনে এবং পেছনে-দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করেন পর্দার পরিচিত মুখ সহীদ উন নবী। অনবদ্য অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিলেও নিজেকে একজন নির্মাতা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিভিন্ন আড্ডা-গল্পে এতদিন নিজেকে সিঙ্গেল দাবি করলেও এবার বিয়ের খবর প্রকাশ্যে আনলেন এ অভিনেতা।
দুই বছর আগে বিয়ে করেছেন বলে জানিয়েছেন অভিনেতা সহীদ উন নবী। মঙ্গলবার (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে 'গট এনগেজড' দিয়ে নিশ্চিত করেন বিষয়টি। স্ত্রীর হাতে হাত রাখা একটি ছবিও পোস্ট করে ক্যাপশন লিখেছেন, 'অবশেষে আলহামদুলিল্লাহ।'
বিয়ের প্রসঙ্গে এ অভিনেতা বলেন, 'আসলে দুই বছর আগে আজকের দিনেই বিয়ে করেছি আমরা। কিন্তু আমার স্ত্রীর বাবা সেই বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাননি। এ কারণে এই দুই বছর আমরা অপেক্ষা করলাম।'
সহীদ উন নবী বলেন, 'আমাদের অপেক্ষা করেও কোনো লাভ হয়নি। এখনো আমাদের বিয়ের বিষয়টি তিনি মেনে নেননি। এ জন্য আজ সব অপেক্ষার অবসান করে বিয়েবার্ষিকীর দিন থেকেই নতুনভাবে শুরু করলাম সব।'
জানা গেছে এ অভিনেতা ও নির্মাতার সহধর্মিণী একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজেতে অনার্স করছেন। নাম লামিয়া। তবে তিনি শোবিজের কেউ নন।
এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।
প্রসঙ্গত, সহীদ উন নবী শুধু নাটক নির্মাণ ও অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি নিজেকে। পাশাপাশি 'বরফ কলের গল্প' ও 'পাফ ড্যাডি' নামে দুটি ওয়েব ফিল্মও নির্মাণ করেছেন এ অভিনেতা।