পাওয়ার প্লেতে বাংলাদেশের পেসারদের দাপটে খাবি খেয়েছে ভারত। ৬ ওভারে ৪৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। তবে পাওয়ার প্লের পর দুই তরুণ ব্যাটার রিংকু সিং এবং নীতীশ রেড্ডির ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।
বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে তারা ১০ ওভারের মধ্যেই ভারতকে একশ রান এনে দিয়েছেন। ইনিংসের দশম ওভারে রিশাদ হোসেনকে তিন ছক্কা হাঁকিয়েছেন এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেটে ১১৪ রান তুলেছে ভারত।
২৩ বলে ২ চার এবং ৪ ছক্কায় ৪৪ রানে ব্যাট করছেন নীতীশ। অন্যদিকে ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে খেলছেন রিংকু। চতুর্থ উইকেট জুটিতে এরই মধ্যে ৭৩ রান তুলেছেন এই দুই ব্যাটার।
এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারে ১৫ ওভার তুলে বড় স্কোরের ইঙ্গিত দেওয়া ভারত পেসাররা আসতেই ছন্দ হারায়। টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে ওপেনার সঞ্জু স্যামসনকে ফেরান তাসকিন। মিরাজের ওভারে টানা দুই চার হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া স্যামসনকে তাতে ১০ রানেই থামতে হয়।
পরের ওভারের শেষ বলে অন্য ওপেনার অভিষেক শর্মাকে (১৫) রুখে দেন শরিফুলের বদলে একাদশে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। তার দুর্দান্ত এক ডেলিভারিতে স্টাম্প বাঁচাতে পারেননি অভিষেক।
ক্রিজে নেমে থিতু হতে পারেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও (৮)। পাওয়ার প্লের শেষ ওভারে টাইমিংয়ের গরমিলে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দেন তিনি। ম্যাচে দ্বিতীয়বারের মতো ক্যাচ হাতে জমিয়ে ভারতের আরেকটি উইকেট পতন নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। সিরিজের প্রথম ম্যাচে গোয়ালিয়রে ভারতের কাছে ৭ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারীরা।
এসএফ