চট্টগ্রামের সাতকানিয়ায় আইন না মেনে মহাসড়কে চলাচল করার অপরাধে ২৮ যানবাহনকে ৭৭ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মহাসড়কে অভিযান পরিচালনাকালে দেখা যায়, অনেক গাড়ি রেজিস্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন চলাচল করছে। অনেক গাড়ির ট্যাক্সটোকেন, রুট পারমিট মেয়াদবিহীন। হেলমেট না পরে মোটরসাইকেল চলছে। এসব অপরাধে ২৮টি যানবাহনকে ৭৭ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে যানবাহন চালকদের ভবিষ্যতের জন্য সতর্কও করা হয় বলে জানান তিনি।
এ সময় বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, মো. মেহেদী ইকবাল, বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা অভিযানে অংশ নেন।
এমআর