এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত ৭

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

    ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত ৭

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

    ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় সুফিয়া খতুন (৬২) ও মিঞ্জু আক্তার (৩২) নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

    শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া এলাকার ভালুকা ফিডমিলের সামনে সিএনজি, ব্যাটারীচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুফিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সৈলাট গ্রামের সাহেব আলীর স্ত্রী।

    অপরদিকে একই উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ব্রিজের ওপর আরেক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মিঞ্জু আক্তার নামে আরেক নারী নিহত হয়। আহত হয় দুইজন। মিঞ্জু আক্তার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।

    পৃথক ঘটনায় আহতরা হলেন- শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫), একই উপজেলার শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০), গফরগাঁও পাগলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫), একই থানার মৃত হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘা গ্রামের খোজাম্মেল ইসলামের ছেলে হাসানুল ইসলাম (৪০), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আসাদুজ্জামানের শিশু ছেলে ফুয়াদ (০৪)।

    ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম বলেন, আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে সিএনজির এক নারী যাত্রী মারা যান। আহত অন্যান্য যাত্রীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    হাইওয়ে পুলিশের ওসি গোলাম রসুল জানান, মহাসড়কে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…