সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। আজ শুক্রবার দুপুরে তিনি রবীন্দ্র কাছারি বাড়িতে আসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে ও কোনো প্রকার ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে বাধা দেন।
সচিবালয়ের এক বিজ্ঞতিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল শুক্রবার (১১ অক্টোবর) সিরাজগঞ্জে ১৪টি স্থানে রাষ্টীয় সফরে আসেন। তিনি বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তিনি শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে এলেও স্থানীয় কোন গণমাধ্যমকর্মীর সঙ্গে সফরের বিষয়ে কোন বক্তব্য প্রদান করেননি।
এরপর সেখানে তিনি প্রায় ঘন্টাখানেক পরিদর্শন করে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িসহ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
রবিন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, উপদেষ্টা ডা. আসিফ নজরুল এর এটা রাষ্টীয় সফর ছিল, যা আমাকে গতরাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যপারে এর থেকে বেশি কিছু জানি না।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙ্গন থেকে বের করে দেয় যৌথবাহিনী।
এসময় গণমাধ্যমকর্মীরা জানান, আমরা ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে কাছাড়ি বাড়ি প্রবেশ করলে আমাদেরকে এক রকম হেনস্তা করে আইন শৃঙ্খলা বাহিনী কাছারি বাড়ি প্রাঙ্গন থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান এ সফরের বিষয়ে কোন বক্তব্য দিয়ে রাজি হননি।