দিনাজপুরের বিরামপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় জহুরুল হোসেন (৫৮) নামে এক ভ্যান যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরশহরের কুচিয়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানযাত্রী জহুরুল হোসেন উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন- উপজেলার খাঁনপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের মশিউর রহমানের ছেলে মো.মিলন (২০) অপরজন একই ইউনিয়নের সন্দলপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে এজার উদ্দিন (৭০) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বিকেলে বিরামপুর শহর থেকে যাত্রী বোঝাই ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল আহত ভ্যানচালক এজার উদ্দিন। পথে পৌরশহরের কুচিয়া মোড় এলাকায় পৌছালে নবাবগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী জহুরুলের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীসহ ভ্যানচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।