যশোরে নুর নাজমা বেগম (৩০) নামে এক নারীকে তার সাবেক স্বামী সালাউদ্দিন জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ পক্টোবর) দুপুরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদহ এলাকার মুকুল ব্রিকসের পাশের নির্জন স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত নাজমা গোয়ালদহ গ্রামের মিয়াপাড়ার মশিউর রহমানের মেয়ে। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার এ এস আই রুবেল হোসেন জানান, দুপুরে নাজমা মুকুল ব্রিকসের দক্ষিণ পাশের মাঠে গরু আনতে যান। এ সময় সাবেক স্বামী সালাউদ্দিন একা পেয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নির্যাতন সহ্য করতে না পেরে নাজমা ৪ বছর আগে সালাউদ্দিনকে ডিভোর্স দেন। এরপর থেকে বিভিন্ন সময় সালাউদ্দিন তাকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছিলেন। শুক্রবার সকালেও সালউদ্দিন নাজমার বাবার বাড়িতে এসে গালিগালাজ করে চলে যায়। দুপুরের মাঠে একা পেয়ে হত্যা করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকে সালাউদ্দিন পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান চলছে।
এআই