জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল বাতেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে প্রবেশ করে দুপুর একটার দিকে। পরে ইঞ্জিনটিকে রক্ষণাবেক্ষণের জন্য স্টেশনের লোকশেডে নেওয়ার পথে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যথা সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি ট্রেনটি। এতে করে যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।
দেওয়ানগঞ্জ স্টেশন মাস্টার আব্দুল বাতেন সমায়ের কন্ঠস্বররকে জানান, স্টেশনের লোকশেডে নেওয়ার সময় কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ময়মনসিংহ থেকে ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিন এসে পৌঁছলে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ ছেড়ে যাবে।
এআই