বোয়িং-এ মাসব্যাপী ইউনিয়ন ধর্মঘট ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রায় ৩৩ হাজার কর্মী বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এ অবস্থায় প্রায় ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। এছাড়া, ৭৭৭এক্স মডেলের বিমানের উৎপাদন কার্যক্রমেও বিলম্ব ঘটবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই এই সিদ্ধান্ত তাদের।
বর্তমানে কর্মীদের ধর্মঘট এবং বিমানের গুণমান নিয়ে উদ্বেগের কারণে বেশ কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ জানিয়েছেন, আগামী কয়েক মাসে মোট কর্মশক্তির ১০ শতাংশ কর্মী কমানো হবে। এছাড়া, পরবর্তী ছুটির চক্রও বাতিল করা হয়েছে।
অর্টবার্গ কর্মীদের একটি ইমেইলে বলেন, এ সিদ্ধান্তের কারণে উচ্চপদস্থ নির্বাহী, ম্যানেজার এবং সাধারণ কর্মচারী—সবার চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের ব্যবসার অবস্থা এবং পুনরুদ্ধারের জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে।
ছাঁটাইয়ের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি ৭৭৭এক্স বিমানের উৎপাদনেও বিলম্ব করা হয়েছে। কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান ধর্মঘটের কারণে কয়েক সপ্তাহ ধরে কাজ স্থগিত রয়েছে।
আমরা আমাদের গ্রাহকদের জানিয়েছি, ৭৭৭এক্স-এর প্রথম ডেলিভারি ২০২৬ সাল নাগাদ দেয়া হবে, বলেন অর্টবার্গ। এছাড়া, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরির বিভাগেও বেশ ক্ষতি হবে বলে জানিয়েছে তিনি।
বোয়িং-এ মাসব্যাপী ইউনিয়ন ধর্মঘট ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রায় ৩৩ হাজার কর্মী একটি ভালো বেতন প্যাকেজের দাবিতে আন্দোলন করছেন। ইউনিয়নের প্রধান আলোচক জন হোল্ডেন রয়টার্সকে বলেন, "আমরা দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আমাদের সদস্যরা এটি বুঝতে পেরেছে।"
এদিকে, ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি বোয়িংকে ক্রেডিটওয়াচে রেখেছে, ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে তাদের রেটিং কমতে পারে।
এইচএ