এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    গলাচিপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম

    গলাচিপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের গলাচিপা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল যুব সমাবেশ।

    শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়ামে কোরআন তিলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এ সমাবেশ।

    অনুষ্ঠিত সমাবেশে গলাচিপা উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মু. শাহ্ আলম।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সম্পাদক এ্যাড. মু. আব্দুর রাজ্জাক,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, জেলা সদস্য ও সাবেক গলাচিপা উপজেলা আমীর মাওলানা মু. ইয়াহিয়া খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা আমীর মাওলানা ডা. মু. জাকির হোসেন ও পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতান।

    সমাবেশে প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বশার। এছাড়াও সমাবেশে যুব প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ জুবায়ের আব্দুল্লাহ ও বরিশাল মহানগরীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি জেলা আমীর অধ্যাপক মু. শাহ্ আলম যুব সমাজের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদসহ মুক্তিকামী আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ করেন। এছাড়া তিনি আহতদের সুস্থতা কামনা করেন।

    এসময় তিনি আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নানা দুঃশাসন, অপকর্মের কথা তুলে ধরেন। তিনি গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ তাই তাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন। মাদকের থাবা হতে যুবকদের রক্ষা করতে তিনি সকলকে আহ্বান জানান। যুব সমাজকে অন্যায় অপরাধ থেকে বাঁচতে সালাত আদায় করার তাগিদ দেন ও দ্বীন ইসলামের পথে চলার দিক নির্দেশনা বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…