সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আসিফ নেওয়াজের নেতৃত্বে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জেলে পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মাতামুহুরী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলা উদ্দিন লিটন,যুগ্ম আহবায়ক জুসেফ বিন হায়দার ও যুগ্ম আহবায়ক ছৈয়দ নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আসিফ বলেন-দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। স্বৈরাচারের অনুসারীরা এখনো ষড়যন্ত্র করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় ছাত্রদলে নির্দেশে মাতামুহুরী ছাত্রদল সনাতন সম্প্রদায়ের ভাই-বোনদের পূজা মণ্ডপ বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করছে।
মাতামুহুরী ছাত্রদলের নেতৃবৃন্দ একইসাথে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহায়তা করার লক্ষ্যে পাহারা দিচ্ছে বলে জানান।