গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট করায় আল কাদরি কিবরিয়া সবুজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক স্থানীয় সাংবাদিক বলে জানা গেছে।
গ্রেফতারকৃত যুবক পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের সাংবাদিক আবুল কালাম আজাদের ছেলে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিদুষ চন্দ্র রায় বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে ওই রাতেই গ্রেফতার করেন।
জানা গেছে, ওই যুবক তার ফেসবুক আইডিতে সনাতন ধর্ম নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেয়, পরে পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিদুষ চন্দ্র রায়ের নজরে আসলে গেলো রাতেই ওই যুবকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন তিনি।যার নং ০৯।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরন করা হয়েছে।
এআই