পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনাবাহিনী ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে উপজেলার ধানীসাফা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দেশীয় ধারালো অস্ত্র (৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল), ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা উদ্ধার করা হয়।
এসময় মো. হাফিজুর রহমান হাসিব পিতাঃ মো. হেলাল উদ্দিন (৩টি মামলা), নাজমুল শিকদার ওরফে কালিয়া পিতাঃ নাসির শিকদার (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), মোঃ ফাহাদ পিতাঃ মোঃ কুদ্দুস মুন্সি এবং মো. তৌহিদুল ইসলাম পিতাঃ রিপন হাওলাদার নামে ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
আটককৃতদের মঠবাড়িয়া সেনাবাহিনী ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানায় উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, যৌথ অভিযানে আটককৃতদের নামে মামলা প্রক্রিয়াধীন। মামলার শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
এআই