বিএনপির যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রামে মন্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনার পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এ ষড়যন্ত্র যদি তারা সফল করতে পারে তাহলে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের রাজনৈতিক দূরত্ব তৈরি হবে। তারা দূর থেকে ষড়যন্ত্রের জন্য টাকা ব্যয় করতে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে শহরের আনন্দময়ী কালি বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরো বলেন, অনেক দূর থেক টাকা দেয়া হচ্ছে। লুটের টাকা দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কোন ষড়যন্ত্র কাজে আসবেনা। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ অতীতও হিন্দুদের বাড়ি দখল সহ নানান ভাবে নির্যাতন করেছে। আর বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী। এদেশের সবার সাথে সম্প্রীতি বজায় রেখে অতীতেও চলেছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতেও চলবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম সহ দলীয় নেতাকর্মী এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাকর্মীবৃন্দ।
এমআর