বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য চমক নিয়ে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বাদ পড়েছেন রোমার স্ট্রাইকার পাউলো দিবালা। তবে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফিরেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল স্কালোনির ঘোষিত দল দিবালার বাদ পড়া আর ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনচিয়ার অন্তর্ভুক্তি চমক হয়ে এসেছে।
এই স্কোয়াড নিয়ে আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে তারা। পাঁচদিন পর ২০ নভেম্বর নিজেদের মাঠে পেরুকে মোকাবিলা করবে দলটি।
গত ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে মাঠে অশোভন আচরণ করেছিলেন এমিলিয়ানো। অপরাধের প্রমাণ পেয়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ফলে ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের ম্যাচে তাকে পায়নি আর্জেন্টিনা।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী মিডফিল্ডার এঞ্জো বারেনচিয়া। প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ধারে তিনি বর্তমানে খেলছেন লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ায়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।
চোট নিয়ে শঙ্কা থাকলেও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে ফিট থাকলেও সুযোগ পাননি ডিফেন্ডার মার্কোস আকুনা ও ফরোয়ার্ড পাওলো দিবালা।
আর্জেন্টিনার স্কোয়াড:
গোলকিপার: ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেল্লা, নাহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজিকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেনচিয়া
স্ট্রাইকার: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেগ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বুনানোত্তে, ভ্যালেন্তিন কাস্তেল্লানোস ও লাউতারো মার্টিনেজ।
এসএফ