জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কামরাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, তেলজাতীয় ফসল মনিটরিং অফিসার খায়রুল আমিনসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। বক্তারা তেলজাতীয় ফসল, বিশেষত সরিষার উৎপাদন বাড়াতে বিভিন্ন কৌশল এবং উন্নত জাতের বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনার পর তিন শতাধিক কৃষককে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ বিতরণ করা হয়। কৃষকরা জানায়, এর ফলে তাদের ফসলের উৎপাদন বাড়বে এবং আয়ের নতুন পথ খুলে যাবে।
এদিকে, সরিষার তেল উৎপাদন বৃদ্ধির জন্য স্থানীয় কৃষকদের আরও প্রশিক্ষণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয়ের উৎস বাড়ানোর সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এসএফ