এইমাত্র
  • হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
  • যে কারণে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস
  • মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ অনুসন্ধানে নামছে দুদক
  • ‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে
  • আওয়ামী দুঃশাসন নিয়ে সিনেমা বানিয়ে হুমকির মুখে তিশা
  • ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফ: মমতা
  • বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি
  • খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার
  • নতুন বছরে বুঝেশুনে খেলতে চান অভিনেত্রী ফারিন খান
  • আজ বৃহস্পতিবার, ১৯ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদাবাজদের হাতে জিম্মি ননীফল নার্সারির মালিক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

    চাঁদাবাজদের হাতে জিম্মি ননীফল নার্সারির মালিক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

    যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ছাতিয়ানতলা মল্লিকপাড়ার ননীফল নার্সারির মালিক খন্দকার কবীর হোসেন চাঁদবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে। চক্রের সদস্যরা প্রতিনিয়ত তার কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন বলে ভুক্তভোগীর অভিযোগ। চাঁদাবাজের তালিকায় রয়েছেন কথিত সাংবাদিক, স্থানীয় পাতি নেতা ও উচ্ছৃঙ্খল যুবক। কিন্তু প্রাণের ভয়ে তিনি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না।

    ভুক্তভোগী কবীর হোসেন জানিয়েছেন, গত ২৯ অক্টোবর তার ননীফল নার্সারির অফিসে আসেন কয়েকজন যুবক। তারা নিজেদেরকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দেন। কথাবার্তার একপর্যায়ে তার কাছে চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে তাদেরকে ৫ হাজার টাকা দেন। কিন্তু এতে তারা সন্তোষ্ট হতে পারেননি। তাকে নানাভাবে শাসিয়ে টাকা ফেরত দেন। পরে ১০ হাজার টাকা দেয়া হয়।

    গত ২ নভেম্বর একই চক্রের সদস্যরা ফের তার অফিসে এসে চাঁদা দাবি করেন। কিন্তু স্থানীয়দের তোপের মুখে তারা চলে যান। এর আগের দিন গত ১ নভেম্বর রাতে স্থানীয় এক নেতা তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে। প্রতিনিয়ত এলাকার কিছু পাতি নেতা তার কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায় করেন। চাঁদা দিতে নারাজ হলেই তাকে তোপের মুখে পড়তে হয়। ব্যবসায় ক্ষতি করারও হুমকি দেয়া হয়। কিছু পাতি নেতা বিভিন্ন অনুষ্ঠানে অজুহাতে মাংস দাবি করেন। কিছু দিন আগে একটি চক্র তার বাসায় এসে ১৫ কেজি মাংস নিয়ে যায়।

    কবীর হোসেন আরও জানান, প্রায় দিন ননীফল নার্সারিতে আসেন কিছু কথিত সাংবাদিক। বিভিন্ন কাল্পনিক ও আজগুবি অভিযোগ শুনাতে থাকে। তারপর মিথ্যা খবর লেখার ভয় দেখিয়ে হাত খরচ হিসেবে টাকা আদায় করেন। সম্মান নষ্টের ভয়ে তিনি সাংবাদিক নামধারীদের টাকা দিতে বাধ্য হচ্ছেন।

    সম্প্রতি একজন কথিত সাংবাদিক তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। পরে তাকে ৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন। এছাড়া কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রায় ননীফল নার্সারিতে হানা দেয়। বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে তার কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করে। চাঁদা দিতে রাজি না হলে হুমকি ধামকি দেয়া হয়। তিনি রীতিমতো চাঁদাবাজ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগলেও জীবনের ভয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বা মামলা করতে সাহস পাচ্ছেন না। এসব চাঁদাবাজ চক্রের কবল থেকে রেহাই পেতে চান খন্দকার কবীর।

    এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ননীফল নার্সারির মালিক কবীরকে জিম্মি করে চাঁদাবাজির লিখিত অভিযোগ তিনি পাননি। বিষয়টি শুনলাম চাঁদাবাজদের বিরুদ্ধে খোঁজ-খবর নেয়া হবে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…