বাংলাদেশ দলের জন্য বড় এক ধাক্কা এসেছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর। সিরিজের দ্বিতীয় ম্যাচটি এখন 'সিরিজ রক্ষার ম্যাচ' হয়ে দাঁড়িয়েছে, তবে এই ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন না অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কিপিং করার সময় মুশফিক গুরুতর আঙুলের চোট পান। আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে কিপিংয়ের সময় বাম তর্জনীর ডগায় আঘাত লাগে মুশফিকের। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে, তিনি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন এক বিবৃতিতে জানিয়েছেন, "মুশফিকের বাম তর্জনীর আঙুলে ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার অধীনে আছেন এবং তার পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা সম্পর্কে পরবর্তী তথ্য পরে জানানো হবে।"
এদিকে, মুশফিকের বদলে সিরিজের প্রথম ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে দেখা যায়। তার বদলে চার নম্বরে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। তবে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুশফিকের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং উইকেটকিপার হিসেবে মুশফিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ৯২ রানে জয়ী হয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে, আর এখন দ্বিতীয় ম্যাচে টাইগারদের সিরিজ বাঁচানোর চাপ বেড়ে গেছে।
তবে, মুশফিকের পরিবর্তে কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশ দল মুশফিকের অভাব পূরণের জন্য নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, তবে তার অভাব কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।
এসএফ