রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্তির দাবিতে রংপুর মহানগরীর মডার্ন মোড় ব্লকেড করে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ণ মোড় অবরোধ করে রাখে তারা। এ সময় দুই পাশে যানবাহন আটকা পড়ে বন্ধ হয় যান চলাচল।
ব্লকেড কর্মসূচিতে বক্তারা দাবি করেন, শহীদ আবু সাঈদ জীবন দিয়ে ২৪ এর গণ অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কিন্তু উত্তরাঞ্চল এখনো বৈষম্যে পতিত। নীতি নির্ধারণী উপদেষ্টা পরিষদে রংপুরসহ উত্তরাঞ্চল থেকে এখন পর্যন্ত একজনকেও উপদেষ্টা করা হয়নি। যা ২৪ এর অভ্যুত্থানের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা।
আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি হলো— ১. সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। ২. সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রনয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। ৩. বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেইসাথে প্রত্যেক উপদেষ্টা মহোদয়কে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
অবিলম্বে ৩ দফা দাবি ও রংপুরসহ উত্তরাঞ্চল থেকে পাঁচজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সংযুক্ত করা না হলে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ ব্লকেড করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী মর্ডান মোড় অবরোধ ছিল।
পিএম