বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এবারের বিপিএলের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়। আসন্ন বিপিএল আসরটি শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়, যেখানে ফরচুন বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।
বিসিবি জানিয়েছে, এবারের বিপিএলের লিগ পর্বে সপ্তাহের অন্যান্য দিন দুপুর দেড়টায় প্রথম ম্যাচ ও সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে শুক্রবারে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, এই দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।
লিগ পর্বের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে ভাগ করে আয়োজিত হবে। ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত প্রথম ১৬টি ম্যাচ হবে ঢাকায়। এরপর বিপিএল সিলেটে যাবে, যেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে, সেখানে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আরও ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শেষ ২০টি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে, যা ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
প্লে-অফ পর্ব ও ফাইনাল:
লিগ পর্ব শেষে প্লে-অফ পর্বের খেলা ঢাকাতেই অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৭ ফেব্রুয়ারি হবে বিপিএলের ফাইনাল।
বিপিএলের একাদশ আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো: ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স।
বিপিএল নিয়ে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি প্রাণবন্ত ক্রিকেটের এক অনন্য মঞ্চ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এসএফ